আজ সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চনপাড়ায় ১৪ জুন পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ



সংবাদচর্চা রিপোর্ট:
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড চনপাড়ার মেম্বার পদে উপ-নির্বাচন পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ,এসপি মোস্তফা রাসেল।
চনপাড়া ভোট কেন্দ্র পরিদর্শনে এসে ডিসি বলেন, চনপাড়ায় ভোট পরবর্তী কোন মারামারি হবে না। আমাদের প্রশাসন মাঠে আছে। অতীতের সব নির্বাচনের থেকে এবার চনপাড়ার ভোট সুষ্ঠু হয়েছে।
এসপি রাসেল বলেন , কোন মাদক সন্ত্রাসীর স্থান চনপাড়ায় হবে না। আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছি। কেউ মারামারি করলে ছাড় পাবে না। সবাই ভোট দিতে পেরেছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক বলেন, এখন থেকে ১৪ জুন রাত ১২ টা পর্যন্ত চনপাড়ায় সকল প্রকার সভা-সমাবেশ ,আনন্দ মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সবাই এই নির্দেশনা মেনে চলবেন। এসময় রূপগঞ্জ থানার ওসি সাহেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।