আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত চসিকও পুলিশ এর ট্রাফিক বিভাগের বৈঠক

চট্টগ্রাম নগরীর

চট্টগ্রাম নগরীর

চট্টগ্রাম অফিস:
চট্টগ্রাম নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পুলিশ এর ট্রাফিক বিভাগের একান্ত বৈঠক  ১ এপ্রিল বিকেলে চসিক নগরভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. মাহফুজুল হক, প্রধান পরিকল্পনাবিদ স্থপতি এ কে এম রেজাউল করিম, তত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, মুনিরুল হুদা, আবু ছালেহ, কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসিম বড়য়া,সিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার কুসুম দেওয়ান, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন বিপিএম, এডিসি (উত্তর) ওয়াহিদুল হক চৌধুরী, এডিসি পোর্ট মো. আকরামুল হোসেন, এসি বন্দর মো. মোশারফ হোসেন, এসি দক্ষিণ সুলতান মোহাম্মদ আলী খান, টিআই প্রশাসন বন্দর বিভাগ আবুল কাশেম চৌধুরী, টিআই প্রশাসন উত্তর সুভাষ চন্দ্র দে উপস্থিত ছিলেন। বৈঠকে ট্রাফিক বন্দর বিভাগের ইপিজেড মোড়-গোল চত্বর ভেঙ্গে স্থায়ী ডিভাইডার নির্মাণ করে রেলিং দেয়া, রেলিং সম্প্রসারন,ফুটপাতে রেলিং দেয়া, নতুন ২টি ফুট ওভারব্রিজ নির্মাণ, বিদ্যমান ফুট ওভারব্রীজ সম্প্রসারন, পোর্ট কানেকটিং রোড দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা, আগ্রাবাদ এক্সেস রোড দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা, দেওয়ানহাট মোড় ফুট ওভার ব্রীজ নির্মাণ, বাদাম তলী মোড় ওভার ব্রীজ নির্মাণ,

গোসাইলডাঙ্গা ওভার ব্রীজ নির্মাণ, চৌমুহনী হতে বেপারী পাড়া রাস্তা প্রশস্তকরন সহ স্থায়ী ডিভাইডার নির্মাণ, বেপারীপাড়া মোড় হতে লাকী প্লাজা মোড় পর্যন্ত স্থায়ী ডিভাইডার নির্মাণ, মুরাদপুর হতে অক্সিজেন মোড় রোড দ্রুত সংস্কার, পলিটেকনিক্যাল মোড় হতে খুলশী রোড দ্রুত সংস্কার, জিইসি মোড় ওভার ব্রীজ নির্মাণ, ষোলশহর ২ নং গেইট ওভার ব্রীজ নির্মাণ, মুরাদপুর ওভার ব্রীজ নির্মাণ, নিউমার্কেট চারদিকে ওভার ব্রীজ নির্মাণ, কাজী নজরুল ইসলাম রোড কর্পেটিং করন, ওআরনিজাম রোডে স্থায়ীভাবে ডিভাইডার নির্মাণ , চট্টেশ্বরী মন্দির মোড় হতে কাজীর দেউরী মোড় পর্যন্ত স্থায়ী ডিভাইডার নির্মাণ, ট্রাফিক বিভাগ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর চিহ্নিত স্থানে পার্কিং, অটোমেশন ও সিসি ক্যামেরা স্থাপন, কাজীর দেউড়ী মোড়ে পুলিশ বক্স, রেজিস্ট্রেশনবিহীন রিকশা ভ্যান ও ঠেলাগাড়ীর বিরুদ্ধে অভিযান, হকার উচ্ছেদ ও ৪ টি আর্চওয়ে গেইট সহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।