আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্যাসের মূল্য বৃদ্ধি অশুভ পরিকল্পনা বন্ধের দাবিতে খেলাফত মজলিসে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নিরাপদ সড়ক চাই ও গ্যাসের মূল্য বৃদ্ধির অশুভ পরিকল্পনা বন্ধের দাবিতে ৫ এপ্রিল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে খেলাফত মজলিস মানবন্ধন করেছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা আহম্মদ আলী।

সরকারের সমালোচনা করে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের আজ জানমাল, ইজ্জতের নিরাপত্তা নেই। এক অস্বস্তিকর পরিবেশে মানুষ দিন যাপন করছে। লাগামহীন ভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ছে কিন্তু দেখার কেউ নেই। রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনায় অহরহ মানুষ মারা যাচ্ছে কিন্তু অসহায় মানুষগুলো ন্যায়বিচার পাচ্ছে না। অবিলম্বে সড়ক দুর্ঘটনা রোধ করে গ্যাসের মূল্য বৃদ্ধির অশুভ পরিকল্পনা বন্ধ করতে হবে। তা না হলে লাগাতার আন্দোলন চলবে। আমরা কেউ ঘরে বসে থাকব না।

ইসলামী ছাত্র মজলিস ফতুল্লা থানা শাখার সভাপতি মোঃ জাহিদ হাসানের কুরআন পাঠের মাধ্যমে বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি ইলিয়াস আহম্মদ, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহ আলম, সহ সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক হাফেজ আওলাদ হোসেন, কামরুল হাসান পায়েল, বন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুজ্জামান, রুপগঞ্জ সাধারণ সম্পাদক এমদাদুল হক, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুনঈম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শাব্বীর আহমাদ সহ আবুল কালাম, আবু কাউছার সরকার, আব্বাস শিকদার প্রমূখ।