আজ শনিবার, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোয়েন্দা প্রধান হলেন হারুন

সংবাদচর্চা রিপোর্ট:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান হলেন অতিরিক্ত ডিআইজি হারুন অর রশিদ। বুধবার ১৩ জুলাই ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে কাজ করেছেন হারুন। তিনি নারায়নগঞ্জের সাবেক এসপি । নারায়নগঞ্জে দায়িত্ব পালন করে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন । কোন প্রভাবশালী মহলের কাছে তিনি মাথানত করেনি। মাদক, সন্ত্রাস দমনের জন্য নারায়নগঞ্জবাসী তাকে বাংলার সিংহাম উপাধি দিয়েছে।

এছাড়া দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের ফলে একাধিকবার পুলিশের সর্বোচ্চ বিপিএম ও পিপিএম পদক অর্জন করেন তিনি। হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন।