আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোলাম দস্তগীর গাজী আমাদের অভিভাবক : মেয়র রফিক

নিজস্ব প্রতিবেদক:

কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেছেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রূপগঞ্জের চেহারা পাল্টে দিয়েছেন। তিনি আমাদের অভিভাবক। জননেত্রী শেখ হাসিনা তাকে রূপগঞ্জকে ঢেলে সাজাতে বলেছিলেন। কোনো রাস্তা-ঘাটের উন্নয়ন বাকী নাই। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে। তিনি আমাদের উন্নয়ন করে যাচ্ছেন।

মঙ্গলবার ১২ এপ্রিল কাঞ্চন পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মেয়র রফিক বলেন, গাজী পরিবার যতদিন আছে আমরা কাঞ্চন পৌরবাসী গাজী পরিবারের পাশে আছি। গাজী পরিবারের বাইরে আমরা অন্য কোথাও যাবো না। আগামী নির্বাচনে গোলাম দস্তগীর গাজীকে বিপুল ভোটে নির্বাচিত করে রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দেবো।

এসময় নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আওয়ামী লীগ নেতা শেখ সাইফুল ইসলাম, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলিসহ অনেকে উপস্থিত ছিলেন।