আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোলাম দস্তগীর গাজীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসন থেকে বিপুল ভোটে চতুর্থ বারের মতো সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ায় গোলাম দস্তগীর গাজী বীর প্রীতককে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। গতকাল মুড়াপাড়ার সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এ শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ নাজমুল হাসান, সহকারী প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সাধনা রানী সরকার, মুহাম্মদ আল -আমীন মিয়া, মোঃ মোহসিন মিঞা, হাসিনা আক্তার, হাজেরা আক্তার, মোহাম্মদ খলির উল্লাহ, মোঃ মাসুদ রানা, মোঃ রমজান হোসেন, মোঃ হাবিবুল্লাহ বাহার, মাগফেরাত খাতুন ময়না, মোঃ শাকিল খাঁন, শাহজালাল গাজী, মোঃ রাসেল মিয়া, রেজয়োনা সিকদার সাথী, মোঃ আলী আকবর সরকার, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আবদুল্লাহ, মোঃ নুরুন্নবী, মোঃ রুহুল আমীন, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, অর্ধশতাধিক বছর ধরে সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মুড়াপাড়া এলাকায় নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে। তাদের জেএসসি ও এসএসসি পরীক্ষায় বিগত দিনে ফলাফল ছিলো সন্তেুাষজনক। টানা কয়েকবার এসএসসিতে শতভাগ পাশসহ ফলাফলে সাফল্য অর্জন করেছে। শিক্ষা প্রদানে শিক্ষক শিক্ষিকা খুব্ই আন্তরিক।