আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোলাকান্দাইলে শ্রমিকলীগের উদ্যোগে মুজিববর্ষ পালন

বিপ্লব হাসান : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে  রূপগঞ্জে জাতীয় শ্রমিক লীগ গোলাকান্দাইল ইউনিয়ন পরিবহন শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে রূপগঞ্জ থানা শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ বেলায়েত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের নেতা শাহ্ জাহান খান, বাবুল, আলী আকবর, হাসেন আলী, জাতীয় শ্রমিক লীগের গোলাকান্দাইল ইউনিয়ন শাখার সভাপতি নেওয়াজ রফিক, কার্যকরী সভাপতি ইয়াছিন মোল্লা, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তালাল, সাংগঠনিক সম্পাদক শাহআলম, ৪নং ওয়ার্ড সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমূখ।