আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোপালদী বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৯৩ হাজার টাকা জরিমানা করেছে । স্থানীয় গোপালদী বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মহসিনকে ৩০ হাজার, দুলহাসকে ১৫ হাজার ও সবুর উদ্দিনকে ১০ হাজার, চাল ব্যবসায়ী আলেককে ৮ হাজার, উত্তম সাহাকে ১০ হাজার, ফুয়াদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সোহাগ হোসেন পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেট সোহাগ হোসেন বলেন, ভোক্তাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্য আদায়ের অপরাধে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।