আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোপালদীতে কারেন্ট জাল বিক্রেতার কারাদণ্ড

সংবাদচর্চা রিপোর্ট: নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে আড়াইহাজারে আব্দুল হাকিম নামে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর ) গোপালদী বাজারে আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: উজ্জল হোসেন অভিযান পরিচালনা করে এই কারাদণ্ড দিয়েছে। তিনি সংবাদচর্চাকে জানান প্রায় ২৫০ পিচ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত জাল গুলো পুড়িয়ে ফেলা হয়। কোনো জরিমানা করা হয়নি।

তিনি আরো জানান আসন্ন ইলিশের প্রজনন মৌসুমকে ঘিরে আড়াইহাজার উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।