আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধ ড্রেজার পুড়িয়ে দিলেন :ইউএনও

গোপালগঞ্জের কাশিয়ানীতে

গোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধ ড্রেজার পুড়িয়ে দিলেন :ইউএনওগোপালগঞ্জের কাশিয়ানীতে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এ এস এম মাঈন উদ্দিন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মাঈন উদ্দিন জানান, উপজেলার হাতিয়াড়া এলাকায় দীর্ঘ দিন ধরে স্থানীয় প্রভাবশালীরা সরকারি খাল থেকে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করে দু’টি ড্রেজারের মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে ওই স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতার মদদে সরকারি খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছিল। এই বালু উত্তোলনের ফলে ব্রিজ, রাস্তা, ঘর-বাড়ি ও ফসলী জমি হুমকির মুখে পড়ে।