আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোগনগর ১ নং ওয়ার্ডে তালা প্রতীকে বাপ্পীর গণমিছিল

নিজস্ব প্রতিবেদক: গোগনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে তালা প্রতীকের প্রার্থী ইকবাল প্রধান বাপ্পীর বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেলে আউয়ালের গুদারা ঘাট এলাকা থেকে মিছিলটি বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আউয়ালের গুদারা ঘাটে এসে শেষ হয়।

মিছিলে শেষে এলাকাবাসীর উদ্দেশ্যে প্রার্থী ইকবাল প্রধান বাপ্পী বলেন, যদি আমি নির্বাচিত হই তাহলে ১ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো। এ ওয়ার্ডে মাদকের কোনো সুযোগ হবেনা, মাদক ব্যবসায়ীদের কোনো সুযোগ হবেনা। ড্রেন সমস্যার সমাধান করবো, পানির কোনো সমস্যা থাকবেনা বলেও তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন হাজী আরমান ব্যাপারী, মোশারফ শনি, মোসলে উদ্দিন জীবন শনি, কলম শনি, ইকবাল শনি, লেহাজ আলী মাদবর, হানিফ মাদবর, গনি মাদবর, বীর মুক্তিযোদ্ধা নাজির মাদবর, সাবেক মেম্বার ইকবাল, সালাউদ্দিন ব্যাপারী, ইকবাল সার্ভেয়ার, তাওলাদ ব্যাপারী, হানিফ পাঠান প্রমুখ।