আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোগনগর ইউনিয়নের দৌলত মেম্বার গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট:

গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার দৌলত হোসেনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ৷ তিনি হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলার আসামী ।

বুধবার (১ মে) দিনগত রাতে জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ-এর নির্দেশে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে সৈয়দপুর এলাকায় ব্লকরেইডের মাধ্যমে দৌলত মেম্বারকে গ্রেফতার করা হয়৷ এ সময় তার দুই ছেলে সন্ত্রাসী সম্রাট ও ফয়সাল পালিয়ে যায় ৷

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম জানান, দৌলত মেম্বার চর সৈয়দপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ৷ তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে৷  এতোদিন সে পুলিশের ধরাছোয়ার বাইরে ছিল এতোদিন৷ গোপন সংবাদের ভিত্তিতে চর সৈয়দপুর এলাকায় তার উপস্থিতির খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্ৰেফতার করা হয়েছে৷ কিন্তু তার দুই ছেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে৷ সাবেক মেম্বার দৌলতের বিরুদ্ধে থানায় একটি হত্যা, ৩টি চাঁদাবাজি, ২টি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ