আজ রবিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গুম খুনের শিকার পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

বিভিন্ন সময়ে গুম খুনের শিকার হওয়া দলীয় নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৭ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে গুম-খুন হওয়া পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেল আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, আকম মোজাম্মেল হক; কোকো স্মৃতি সংসদের সহ-সভাপতি মোঃ রুহুল আমীন শিকদার প্রমূখ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি। অনুষ্ঠানের শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা ও দলের গুম খুন হওয়াদের ও তাদের পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।