নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের সার্বক্ষণিক সেবা প্রদানের স্বীকৃতি স্বরুপ গুনীজন সম্মাননা পুরস্কার পেয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। সোমবার (২১ অক্টোবর) সেগুনবাগিচাস্থ হোটেল বাগিচায় জাতীয় দৈনিক অুনপম পত্রিকার ১৯ বছরে পদার্পন উপলক্ষে তাকে এই সম্মাননা দেয়া হয়। জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হারুন অর রশীদকে সম্মাননা পুরষ্কারটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান এমপি। অনুষ্ঠানে আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হোসেন এমপি , মোরশেদ আলম এমপি, রুহুল আমিন এমপি, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, যুব ও ক্রীড়া সচিব আক্তার হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল পাটোয়ারী,দৈনিক অনুপম পত্রিকার সম্পাদক রুকন উদ্দিন আরো গণ্যমান্য ও সূধীজন।
প্রসঙ্গত নারায়ণগঞ্জে যোগদানের পর ৬ বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন হারুন অর রশীদ। তার মধ্যে পুলিশের সর্বোচ্চ রাষ্টীয় সম্মান হিসেবে ৩ বার বিপিএম ও ২ বার পিপিএম পদক পেয়েছেন। তার দায়িত্ব পালনে মুগ্ধ হয়েছে নারায়ণগঞ্জবাসী। দূর হচ্ছে মাদক সন্ত্রাস জুয়া চাঁদাবাজি ইভটিজিং ধর্ষণ। হকার মুক্ত ফুটপাত হয়েছে।
ছাড়াও প্রত্যেক সংসদ সদস্যদের এলাকায় মাদক, জঙ্গী বিরোধী কমিউনিটি সমাবেশ করে এবং সংসদ সদস্য একাদশ বনাম পুলিশ সুপার একাদশ এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে সবার প্রশংসা অর্জন করেছে হারুন অর রশীদ ।