আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গিয়াস-ইকবালকে বিএনপি থেকে বহিস্কারের আবেদন

সংবাদচর্চা রিপোর্ট:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন ,নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, এমএ হালিম জুয়েলকে বিএনপি থেকে বহিষ্কারের আবেদন করা হয়েছে।

মঙ্গলবার ১৯ এপ্রিল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রহুল কবীর রিজভীর কাছে এই আবেদন জমা দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ,থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিববৃন্দ। সংবাদচর্চাকে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির একাধিক নেতা। তারা বলেন , সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সম্মেলনে হামলা ও ভাংচুর করার অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।

গত ১৫ এপ্রিল সকাল সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে। এতে থানা বিএনপির আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কসহ ১০ নেতাকর্মী আহত হয়। জানা গেছে কাউন্সিলর ইকবাল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।