আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গার্মেন্টস কর্মীর গলাকাটা লাশ উদ্ধার

সংবাদচর্চা রিপোর্ট : রূপগঞ্জে মমতাজ বেগম (৩৮) নামে এক গার্মেন্টস কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাসাবো এলাকায় তার ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মমতাজ বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত মমতাজ বেগম মুন্সীগঞ্জের লৌহজং গাওদিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান সংবাদচর্চাকে জানান, মমতাজ বেগম নামে একজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রঞ্জুকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।