আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাটা জাতিকে অবরুদ্ধ করতে চাইছে সরকার- সাবেক এমপি আবুল কালাম

গাটা জাতিকে

গাটা জাতিকে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম বলেন, একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গোটা জাতিকে আবারও অবরুদ্ধ করতে চাইছে সরকার।

যার ফলশ্রুতিতে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। রোববার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরন শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই সরকারের অধিনে গুম, খুন, ঘুষ, দুনীর্তি, চাঁদাবাজী, টেন্ডারবাজীর শিকার হচ্ছে দেশের মানুষ। তাদের এই অপকর্মের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাধারণ মানুষকে নিয়ে আমরা রাজপথে প্রতিবাদ করছি। এই অপরাধে লুটেরা সরকার দেশনেত্রীকে সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতার করে হয়রানী করছে। আমরা অবিলম্বে দেশমাতা বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের মুক্তির পাশাপাশি সরকারের অপচেষ্টার তীব্র নিন্দা জানাছি।

মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম এর নেতৃতে এ সময় আরও উপস্থিত ছিলো সহ-সভাপতি এড. জাকির হোসেন, হাজী নুরু উদ্দিন, আয়সা সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বিএনপি নেতা সোলেইমান, এড. আনিছুর রহমান মোল্লা, আব্দুর রহমান, জাহাঙ্গীর মিয়াজী, অহিদুল ইসলাম ছক্কু, নজরুল ইসলাম সরদার, মাহমুদুর রহমান মাসুম, শওকত হোসেন লিটন, ফেদৌসুর রহমান, মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মনির মল্লিক, সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক জামাই মনির, শ্রমিকদল নেতা লিটন, মহানগর স্বেচ্ছা সেবক দল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, দুলাল হোসেন, আব্দুর রশিদ হাওলাদার, রাব্বী, মহানগর ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, শাহিন শরিফ, আব্দুল হাসিব, শিশির, মুক্তাদির রিদয়, আলতাফ, জুয়েল, ছোট পাপ্পু, মাসুদ, জিসান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।