আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজী সেতুর অধিগ্রহণকৃত জমির মালিকদের চেক বিতরণ

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর  নির্মিত বীর প্রতীক গাজী সেতুর জন্য অধিগ্রহনকৃত ভূমির মালিকদের মাঝে ক্ষতিপূরণ বাবদ সরেজমিনে এলএ চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সেতুর পশ্চিম পাশে ইছাখালী এলাকায় এ চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। এতে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্তি জেলা প্রশাসন (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা। উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, এসিল্যান্ড তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এনায়েত হোসেন, ভুমি অধিগ্রহন কর্মকর্তা নুরে আলম, কাননগো আতিকুর রহমান মজুমদার, সার্ভেয়ার মশিউর রহমান, জহিরুল ইসলাম, সাংবাদিক মকবুল হোসেন, হাজ্বী খলিল সিকদার, যুবমহিলীগের সেলিনা আক্তার রিতা প্রমুখ।

প্রসঙ্গত ,সেতুর দৈর্ঘ্য ৫৭৬ মিটার। সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ কোটি ৯ লক্ষ ৯৫ হাজার টাকা। এই উন্নয়ন প্রকল্প মূলত শুরু হয়েছে ছিলো  গোলাম দস্তগীর গাজীর প্রচেষ্টায় ।

এ কারণে এই সেতুটি স্থানীয়রা গোলাম দস্তগীর গাজীর নামে নামকরণের জন্য সরকারের সব মহলে জোর দাবি জানায়।  জনগণের সেই দাবি সরকার মেনে নিয়েছে।

সেতুটি চালু হলে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি রাজধানীর সাথে ঢাকার পূর্বাঞ্চলীয় জেলার যাতায়াত সহজ হবে। পাশাপাশি মহাসড়কের যানজটও কমে আসবে। এছাড়া এ সেতুটি চালু হলে পূর্বাচল উপশহরসহ আশপাশের এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। শীতলক্ষ্যা নদী দিয়ে ফেরি পারাপারের দুর্ভোগ কমে যাবে। ব্যবসা বাণিজ্যে চাঙ্গা হয়ে উঠবে রূপগঞ্জ।