আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজী পিসিআর ল্যাবে ১৮ হাজার ছাড়াল পরীক্ষা

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জের কাঞ্চনে অবস্থিত গাজী পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা ১৮ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৪৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে রয়েছে ঢাকা, রূপগঞ্জ , আড়াইহাজার, সোনারগাঁ, বন্দর, সিদ্ধিরগঞ্জ ,ফতুল্লা এলাকার মানুষ। গাজী পিসিআর ল্যাব চালু হওয়ার পর নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু , নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের নির্বাচনী এলাকার জনগণ সুফল পাচ্ছে। গাজী পিসিআর ল্যাবে প্রতিদিন শনাক্ত হচ্ছে ঐ সব এলাকার করোনা রোগী। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিদেশে এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার তত্বাবধানে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ঐসব এলাকার নমুনা সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে এবং বিনামূল্যে করোনা পরীক্ষা করা হচ্ছে । তাছাড়া বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক তার নিজস্ব তহবিল থেকে রূপগঞ্জ, সোনারগাঁ , আড়াইহাজার ,সদর,বন্দর উপজেলায় নমুনা সংগ্রহের বুথ স্থাপন করে দিয়েছেন। গাজী পিসিআর ল্যাব স্থাপনের ফলে মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা রূপগঞ্জ বিপর্যয় থেকে রক্ষা পাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত গাজী পিসিআর ল্যাবে মোট ১৮ হাজার ৩২ টি করোনা পরীক্ষা করা হয়েছে। র‌্যাব ,পুলিশ , ম্যাজিস্ট্রেট , চিকিৎসক , জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গাজী পিসিআর ল্যাবে বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা করাচ্ছে। এছাড়া গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদাভাবে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করেছে গাজী গ্রুপ। বৃহস্পতিবার ( ৯ জুলাই ) গাজী পিসিআর ল্যাব থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস একটি ছোঁয়াচে রোগ। দ্রুত এই ভাইরাস একজনের শরীর থেকে অন্য জনের শরীরে প্রবেশ করে। এই অদৃশ্য দানবের এখন পর্যন্ত কোনো ওষুধ আবিস্কার হয়নি। করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় ঘরে অবস্থান করা এবং পরীক্ষার মাধ্যমে আক্রান্ত রোগীদের শনাক্ত করে আলাদা রাখা। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জে। তারপর নারায়ণগঞ্জ শহরে মহামারি রূপ নেয় করোনাভাইরাস। এরপর রূপগঞ্জেও আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগী । ইতোমধ্যে রূপগঞ্জ ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। প্রথমে নারায়ণগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার কোনো পিসিআর ল্যাব ছিলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে ল্যাব স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপের প্রেক্ষিতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজস্ব অর্থায়নে এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার উদ্যোগে রূপগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার জন্য গাজী কোভিড-১৯ রিয়েল টাইম পিসিআর টেস্ট ল্যাব উদ্বোধন করা হয়েছে। ২৯ এপ্রিল দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: জাহিদ মালেক এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক যৌথভাবে গাজী কোভিড-১৯ রিয়েল টাইম পিসিআর টেস্ট ল্যাব উদ্বোধন করেন। করোনার হটজোন নারায়ণগঞ্জের প্রথম ল্যাব এটি । গাজী পিসিআর ল্যাবের সুফল পাচ্ছে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলার মানুষ। ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জের করোনাভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যারা আক্রান্ত হচ্ছে তাদের দ্রুত শনাক্ত করা হচ্ছে গাজী পিসিআর ল্যাবের মাধ্যমে। আক্রান্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন বা আইসোলশনে রাখা হচ্ছে। যে বাড়িতে করোনা রোগী শনাক্ত হচ্ছে সেখানে প্রশাসন দ্রুত লকডাউন করতে পারছে ।