আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজী পিসিআর ল্যাবে র‌্যাবের নমুনা পরীক্ষা

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বেস্টওয়ে সিটিতে অবস্থিত গাজী পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  বিকালে ২৪ টি সেম্পল পাঠিয়েছে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নমুনাগুলোর মধ্যে রয়েছে র‌্যাব-১১ এর ২১ সদস্যের নমুনা, আড়াইহাজার উপজেলা পরিষদের এক প্রকৌশলী ,নাওড়া এলাকার ১ জন ডাক্তারের নমুনা। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন সংবাদচর্চাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০টার দিকে রিপোর্ট পাওয়া যেতে পারে। এটা অনুষ্ঠানিক পরীক্ষা । এর আগে দুই একটা পরীক্ষামূল করা হয়েছে।

প্রসঙ্গত ২৯ এপ্রিল বুধবার গাজী কোভিড-১৯ রিয়েল টাইম পিসিআর টেস্ট ল্যাব উদ্বোধন করা হয়েছে। এটি দেশের প্রথম বেসরকারী ল্যাব। নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজস্ব অর্থায়নে গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার উদ্যোগে রূপগঞ্জে ল্যাব স্থাপন করা হয়। ল্যাবে নারায়ণগঞ্জবাসীর করোনা পরীক্ষা করা হচ্ছে।