আজ শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজী গোলাম দস্তগীরের প্রতীক নৌকায় ভোট চাই’

সংবাদচর্চা রিপোর্ট:

আগামী জাতীয় নির্বাচনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের প্রতীক নৌকা মার্কায় ভোট চেয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ। গত ১৭ এপ্রিল দাউদপুরে এক অনুষ্ঠানে মন্ত্রীর পক্ষে তিনি নৌকার ভোট চান। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ,এমপি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক, থানার ওসি সাহেদ, সহকারী কমিশনার আতিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মারফত আলী, দাউদপুর ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুমা সহ অনেকে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এই বাংলার সাংসদ গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক মহোদয়। আগামী জাতীয় নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতীক , জননেত্রী শেখ হাসিনার প্রতীক , বাংলাদেশের উন্নয়নের প্রতীক, গাজী গোলাম দস্তগীরের প্রতীক নৌকা মার্কায় ভোট চাই। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন।