আজ বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজা ব্যবসায়ীর ৬মাসের দন্ড

সংবাদচর্চা রিপোর্ট:
মাদক ব্যবসায়ী সেলিমকে ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামী সেলিম (৩৮) রূপগঞ্জ থানার সাবাসপুর এলাকার মাওলার ছেলে।
গতকাল সোমবার দুপুরে নারায়নগঞ্জ সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট কাউসার আলমের আদালত আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালতের স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর সাইফুল মীর। তিনি জানান, স্বাক্ষীদের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামীর অনুপস্থিতিতে আদালত এ রায় দেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৬ মার্চ রূপগঞ্জ থানার সাবাসপুর এলাকার সেলিমের চৌচলা বসত ঘরের সামনে গাজা বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করে পুলিশ। ওই সময় তাকে তল্লাশী করে ৩’শ গ্রাম গাজা জব্দ করা হয়।

সর্বশেষ সংবাদ