সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলা গাউছিয়া মার্কেটের শপিংমল, বিপনীবিতান, কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান সহ সাপ্তাহিক হাট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এছাড়া কাচাবাজার, নিত্য প্রয়োজনীয় দোকান সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত খোলা থাকবে। ফার্মেসী ২৪ ঘন্টা খোলা থাকবে। বুধবার এসব তথ্য জানিয়েছে উপজেলা প্রশাসন। গাউছিয়া দোকান মালিক কল্যাণ সমিতি মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রূপগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মার্কেট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। গত ১৩ মে রূপগঞ্জে করোনা রোগী বাড়ছে, গাউছিয়া মার্কেটে নারী পুরুষের উপচে পড়া ভিড় শিরোনামে সংবাদচর্চায় সংবাদ প্রকাশিত হয়। এর পর প্রশাসন মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।