আজ শুক্রবার, ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাঁজা পাচারকারী রিমান্ডে

এম্বুলেন্সে করে গাজা পাচারের সময় বন্দরের মদনপুর এলাকা থেকে আটক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালত রিমান্ড মঞ্জুর করে।

প্রসঙ্গত  কুমিল্লা থেকে আসা নাম্বারহীন এম্বুলেন্স গত ১১ মার্চ সন্ধ্যার দিকে বন্দরের মদনপুরে আসলে যাত্রাবাড়িস্থ র‌্যাব-১০ এর টিম গোপন সূত্রে এম্বুলেন্সটি আটক করে । এসময় গাড়ি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। এঘটনায় চালক মোঃ সালাম মিয়া(৩৫)কে আটক করে বুধবার রাতে বন্দর থানায় সোর্পদ করে র‌্যাব। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা হয়েছে। যার নং-২২। আসামি সালাম যাত্রাবাড়ি কোনাপাড়া ৫৬,ডিএনডি এলাকার ভাড়াটিয়া মোক্তার আকনের ছেলে।