আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাঁজাসহ ধরা পড়ল দুই মহিলা

সংবাদচর্চা রিপোর্ট:

র‌্যাব-১১ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে। গত ১৪ নভেম্বর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মোছাঃ রোজী আক্তার (৩৫) , হাসি আক্তার খুশী (২৭)।

সোমবার ১৫ নভেম্বর র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ( সিপিএসসি , আদমজীনগর) রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামী মোছাঃ রোজী আক্তার ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল থানার বেড়াতলী এলাকার মৃত আবুল কাশেম এর স্ত্রী এবং অপর আসামী হাসি আক্তার খুশী ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার আনন্দপুর এলাকার কাজী শাহ আলম এর স্ত্রী। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।