আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গন্ধর্বপুরে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন শীতলক্ষ্যা

তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকার বড় মসজিদ সংলগ্নমাঠে  শুক্রবার রাতে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সাইনবোড একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শীতলক্ষ্যা একাদশ। বিজয়ী দলকে “৩২” ইঞ্চি স্মার্ট টিভি দেয়া হয়। রানার আপ দলকে একটি নকিয়া হেন্ড সেট দেয়া হয়। অতিথিরা পুরস্কার বিতরণ করেছেন।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মো:হাসান মাহমুদ অনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি হাজী মো: আনিসুর রহমান আনিস, প্রধান বক্তা ছিলেন,দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো:মুন্না খান, মুড়াপাড়া কলেজের ভিপি মো:সাইফুল ইসলাম তুহিন।

এসময় হাজী মো: আনিসুর রহমান বলেন, খেলাধুলা যুব সমাজকে সন্ত্রাসী কর্মকান্ড থেকে দূরে রাখে। আমাদের বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।

মো:হাসান মাহমুদ বলেন, ব্যাডমিন্টন খেলার ঐতিহ্য ধরে রাখতে হবে।