সংবাদচর্চা ডেস্ক: ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তান সশস্ত্র বাহিনী অত্যাধুনিক মরণাস্ত্র নিয়ে বাঙালি জাতিকে নিশ্চিন্ন করার লক্ষে নির্বিচারে গণহত্যা ধর্ষণ চালিয়েছে। জ্বালিয়ে দেয় বাংলার জনপদ।
বঙ্গবন্ধুর কন্যা মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই জঘন্য তম হত্যাকান্ডের প্রেক্ষিতে ২৫ শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করেছে।
দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অনুধাবনে দেশপ্রেমিক জনগণকে এগিয়ে আসতে হবে। আজ পাকিস্তানের দোসরদের কুৎসিত দেশদ্রোহী কর্মকান্ডের বিরুদ্ধে সকলকে রুখে দাড়ানোর প্রত্যয়ে আগামী ২৫শে মার্চ জাতীয় প্রেস ক্লাবে গণহত্যা দিবস পালনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের সভাপতি সাবেক তথ্যপ্রতিমন্ত্রী অধ্যাপক ড.আবু সাইয়িদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমান্ডার শাহাজান মৃধা বেনুর সঞ্চালনায় সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেনঃ-সাবেক আইনমন্ত্রী এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন খসরু,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক,সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত,জাতীয় প্রেসক্লাবের সভাপতি সফিকুর রহমান,ফজলুল হক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল হক।
সূচনা বক্তব্য দেবেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড আবু সাইয়িদ এবং সাধারণ সম্পাদক কমান্ডার শাহাজান মৃধা বেনু।
উল্লেখ্য যে আলোচনা সভাটি শুরু হবে বিকেল ৩টায় কনফারেন্স লাউঞ্জে।