নিজস্ব প্রতিবেদক:
দুর্গা পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে তারাব পৌর এলাকার বিভিন্ন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি ৯ নং ওয়ার্ডে পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় পূজা উদযাপন কমিটির উদ্দেশে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগ সভাপতি হাছিনা গাজী বলেন, আমরা আপনাদের ক্ষতি হতে দেবো না। আপনারা নির্ভিগ্নে পূজা উদযাপন করুন। প্রশাসনের পাশাপাশি আমরা আপনাদের পাশে আছি। প্রত্যেকটা পূজা মন্ডপে আমরা যাচ্ছি। আপনাদের খোঁজ খবর নিচ্ছি। কেউ গুজব ছড়ানোর চেষ্টা করবেন না। তারাবতে সুন্দর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে।
মেয়র আরও বলেন, ধর্ম যার যার , উৎসব সবার। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়ন হচ্ছে। এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।