আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে :ওবায়দুল কাদের

সংবাদচর্চা রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,খেলা হবে বিএনপির ভোট চুরির বিরুদ্ধে। খেলা হবে ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে। খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে। আমাদের সাথে লক্ষ জনতা আছে।

তিনি আরও বলেন, গাজী ভাই বক্তব্য দিয়েছেন।ঐক্যের বিকল্প নাই। শামীম ওসমান,আইভী এক সমাবেশে। তারাই আমাদের লোক।

রবিবার ( ২৩ অক্টোবর) বিকালে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এসময় কৃষিমন্ত্রী ড.আঃ রাজ্জাক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, এমপি শামীম ওসমান, মেয়র সেলিনা হায়াত আইভী, এমপি নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পাসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।