আজ শনিবার, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলায় বিপ্লব ঘটেছে:হাছিনা গাজী

খেলাধুলায় বিপ্লব ঘটেছে

খেলাধুলায় বিপ্লব ঘটেছে

সংবাদচর্চা ডটকম:

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের খেলাধুলায় বিপ্লব ঘটেছে বলে জানিয়েছে নারী নেত্রী ও  তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী

বৃহষ্পতিবার রূপগঞ্জ উপজেলার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্থানীয় সাংসদ গোলম দস্তগীর গাজী বীরপ্রতীকের অবর্তমানে তার স্ত্রী হাছিনা গাজী প্রধান অতিথির ভাষণে বলেন,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাঙালির হারানো খেলাধুলার পুনজাগরণ ঘটেছে।

মেয়র বলেন,জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরী করার লক্ষে গ্রাম পর্যায়ে বিভিন্ন ধরণের ফুটবল এবং ক্রিকেট টুনামেন্টের আয়োজন করা হচ্ছে। তাতে আমাদের ছেলে মেয়েরা জঙ্গী, সন্ত্রাস, মাদক হতে দূরে থাকছে।

তিনি রূপগঞ্জ বাসির উদ্দেশ্য বলেন, প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষার মান  বৃদ্ধি সহ অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে।খেলাধুলার মান বৃদ্ধি করা হয়েছে। সরকার প্রত্যেকটা উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে  কোন কুচক্রী মহলের ফাদে পা না দিয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে গাজী সাহেবকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

এসময় তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।