প্রেস বিজ্ঞপ্তি:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারা বরণের ঘোষনা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ । শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে খালেদার মুক্তির দাবিতে বিক্ষোভ শেষে তিনি এ ঘোষণা দেন।
বিক্ষোভ সমাবেশে মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আওয়ামী দুঃশাসনে পুরো দেশটা আজ কারাগারে পরিনত হয়েছে। খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজের জীবন বাজি ধরছেন। আমাদের জীবন বাজি রাখতে হবে দেশনেত্রীকে জালিমের কারাগার থেকে মুক্ত করতে।
খোরশেদ বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা-কর্মীরা স্বেচ্ছায় কারা বরণ করে প্রমান করবে শহীদ জিয়ার আর্দশের সন্তানেরা এখনো বেচেঁ আছে।
মহানগর যুবদলের সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু বলেন, খালেদা জিয়ার প্রতি সরকার অবিচার করছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই।