আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার জামিন স্থগিত

খালেদা জিয়ার জামিন স্থগিত

খালেদা জিয়ার জামিন স্থগিত

সংবাদচর্চা রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ হত্যার অভিযোগে দায়ের করা মামলায়  হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বিচারপতির বেঞ্চ এই রায় দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামীর পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকনসহ কয়েকজন।

একইসঙ্গে আদালত জামিন সংক্রান্ত হাইকোর্টের দেওয়া জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এর ফলে খালেদা জিয়া আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

গত ২৪ জুন  এ মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে ২ জুলাই রায়ের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

গত ২৮ মে হাইকোর্টের একটি বেঞ্চ হত্যা ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওইদিনই রাষ্ট্রপক্ষ জামিনাদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায়। আদালত পরদিন জামিন স্থগিত করে আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন। সে অনুযায়ী ৩১ মে আপিল বিভাগ শুনানি শেষে জামিন স্থগিত রাখেন। পাশাপাশি হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে ‘লিভ টু আপিল’ (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করার আদেশ দেন। এ ছাড়া ২৪ জুন এ বিষয়ে শুনানির জন্য দিনও ধার্য করেন আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর সাজা হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।