বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুই বছর কারাবাস পূর্তি উপলক্ষে বিবৃতি দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বিবৃতি খোরশেদ জানান, সম্ভবত বেগম খালেদা জিয়াই সবচেয়ে বয়সী নেত্রী যিনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজানো মামলায় স্বৈরাচারের কারাগারে বন্দী আছেন ।দুই বছর হয়ে গেল, অনেক প্রলোভন পা মাড়িয়ে নিজের জীবনকে বিপন্ন করে নির্যাতনকে হাসি মুখে বরণ করে নিয়েছেন এদেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনুরুদ্ধারের জন্য। প্রতিপক্ষ মনে করেছিলো তাকে সাজা দিলে তিনি ও তার দল জনগণ থেকে ছিটকে পরবে।কিন্তু সরকারের ষড়যন্ত্র নৎসাত করে দিয়ে এদেশের কোটি কোটি মানুষের কাছে খালেদা জিয়া নেত্রী থেকে এখন “মায়ের” আসনে ঠাই করে নিয়েছেন। অবিলম্বে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। ধিক্কার জানাই সরকার ও দেশে থাকা আমাদের সিনিয়র নেতাদের প্রতি তাদের ব্যর্থতার ও মিউমিউর জন্য।