সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার পোনাব এলাকায় ইমারত হোসেনের হাঁসের খামারের ভিতর থেকে সালমান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে লাশ উদ্ধার করা হয়। সালমান বাগেরহাট জেলার ফকিরহাট থানার মৃত শেখ জাকির হোসেনের ছেলে। ভূলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ আজহার আলী জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে আড়াইটার দিকে এলাকাবাসী শেখ ছালমানকে গলায় ফাঁস নেয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে বিকাল সাড়ে ৪টায় দিকে হাঁসের ফার্মের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছালমান বাগেরহাট জেলার ফকিরহাট থানার মৃত শেখ জাকির হোসেনের ছেলে। সে র্দীঘ দিন যাবত পোনাব এলাকায় ইমারত আলীর হাঁসের ফার্মে চাকুরী করতেন।