আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খানপুরে পিসিআর ল্যাব উদ্বোধন

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের খানপুর ৩শ শয্যা হাসপাতালে অবস্থিত সরকারি পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে।  বুধবার ( ৬মে ) নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ফিতা কেটে ল্যাবটির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন  ডা. মোহাম্মদ ইমতিয়াজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, স্থানীয় ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম প্রমুখ। এরআগে রূপগঞ্জের কাঞ্চনে নারায়ণগঞ্জের প্রথম ল্যাব গাজী পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়। ল্যাবটির যাবতীয় খবর বহন করছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। সেখান থেকে ৩/৪ ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত করোনাভাইরাস নারায়ণগঞ্জে মহামারি রূপ নিয়েছে। নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায়  ১ হাজার ১শ ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে ।জেলায় মারা গেছেন ৫১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে নাসিক এলাকায়  মারা গেছে  ৩৬ জন , আক্রান্ত হয়েছে ৬৬৭ জন।  সদর উপজেলায় মারা গেছেন ১১ জন,  আক্রান্ত শনাক্ত হয়েছে  ৩৫৩ জন । বন্দর উপজেলায় মারা গেছে ১ জন, শনাক্ত হয়েছে ২৬ জন।  আড়াইহাজারে শনাক্ত ২৮ জন  , সোনারগাঁয়ে মারা গেছে ২ জন, শনাক্ত ৩৩  জন।  রূপগঞ্জে মারা গেছেন ২ জন , শনাক্ত ১৯ জন ।

জানা গেছে, পিসিআর ল্যাবের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট দিতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে জনবল সংকটের কারণে প্রতিদিন ৯০টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।