সংবাদচর্চা অনলাইনঃ
শহরের জলাবদ্ধতা নিরসনে চানঁমারি থেকে খানপুর রেললাইন এলাকার খাল দখল মুক্ত ও পুনঃখনন করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
রোববার সকালে নগরীর খানপুর বাজার সরদার পাড়া এলাকায় অভিযান চালানো হয়।
স্থানীয়বাসিন্দা জানান, নগরীর প্রাচীন ঐতিহ্যবাহী গঞ্জে আলী খালটি উত্তর চাষাঢ়ার চানমারি এলাকা থেকে শুরু করে কিল্লারপুল হয়ে শীতলক্ষ্যা নদীতে মিলিত হয়েছে। শহরের চাষাঢ়া, ডনচেম্বার খানপুর এলাকার পানি এ খাল দিয়ে প্রবাহিত হয়। এ খালে ময়লা আর্বজনা ফেলে রাখায় পানি নামতে বিঘ্ন ঘটে। এলাকা বাসির দাবির প্রেক্ষিতে নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভি খালটি পুনঃখননের উদ্যোগ নেন।
নবীর হোসেন নবী বলেন, আমাদের বৃহত্তর খানপুর, মিশন পাড়া এলাকার বৃষ্টির পানি গঞ্জে আলী খাল দিয়ে নামত। কিন্তু কিছু লোক এখানে অবৈধভাবে দখল করে দোকান পাট গড়ে তোলায় পানি নামতে সমস্যা হয়। এ জন্য আমাদের রাস্তায় ৩ ফুট পরিমান পানি উঠে যায়। অবৈধ দখল মুক্ত করে খাল পুনঃখনন করায় বর্ষাকালে জলাবদ্ধতা হবেনা বলে আমরা আশাবাদি। একইসাথে এই খাল সুরক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহন করবে বলে আমরা প্রত্যাশা করি।
নাসিক ১২নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, অবৈধ দখলদারদের কারনে এই খাল আর খাল নেই, এটা নালায় পরিনত হয়েছে। আগে এখান দিয়ে নদীর স্রোতের মত পানি যেত। কিন্তু ময়লা আবর্জনা এবং জঙ্গলে ভরে যাওয়ার কারনে এখন আর ওই দৃশ্য দেখা যায় না। এই খালটি পুনঃখনন হওয়ার কারনে আশা করি আমরা আগের সেই দৃশ্য দেখতে পাবো।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক কাউন্সিলর জমসের আলী জন্টু, উপসহকারি প্রকৌশলী খন্দকার নাজমুল হক, পরিচছন্ন কর্মকর্তা আলমগির হোসেন হিরন, রিপান সিকদারসহ নাসিকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
###