সংবাদচর্চা রিপোর্ট:
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরন করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আনছার আলী। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় টানা ১৯ তম দিনে বৃহস্পতিবার বিকেলে তার নিজস্ব তহবিল থেকে রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার ৮শ’ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু ও হাত ধোয়ার সাবান।
এ সময় রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, আওয়ামীলীগ নেতা নবী হোসেন ও মুরাদ হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে ৭ জন মারা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় ৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে রয়েছে রূপগঞ্জের ৩ জন নারী। সারা রূপগঞ্জ লকডাউন করা হয়েছে।