আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খাদ্য অধিকার আইনের দাবীতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

খাদ্য অধিকার

খাদ্য অধিকার

পিরোজপুর প্রতিনিধি ॥ খাদ্য অধিকার আইন চাই, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। শ্লোগানকে সামনে রেখে ২৬ ডিসেম্বর ২০১৭ ইং তারিখ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয় । র‌্যালিটি পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পিরোজপুর টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে এসে শেষ হয়।

র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম পান্না, নির্বাহী পরিচালক, পিডিএফ। মােতায়ারা টুলি, নারী নেত্রী, খালেদা আক্তারহেনা, সদস্য , ডিবিএম ,জেলা কমিটি। সালেউদ্দিন সেলিম, প্রধান শিক্ষক(অব:)। জিয়াউল আহসান, নির্বাহী পরিচালক, পিরোজপুর গণ উন্নয়ন সমিতি। মনিকা মন্ডল, সভানেত্রী ,মহিলা পরিষদ, পিরোজপুর জেলা প্রমুখ।

বক্তারা বলেন, খাদ্য আমাদের মৌলিক অধিকার। বেচে থাকার জন্য খাদ্য প্রধানতম বিষয়। অথচ কখনও কখনও সেই খাদ্যই আবার মানুষের মৃত্যুর কারন হয়ে দাড়ায়। চাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধির কারনে সাধারন মানুষ ক্রয় ক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছে। খেটে খাওয়া সাধারন মানুষ দরিদ্র থেকে দরিদ্রতম হচ্ছে। র্নিভেজাল, পুষ্টিকর এবং বিষমুক্ত খাবার বাজারে নেই বললেই চলে।

তারা বলেন দ্রব্যমূল্যের দামের কোন নিয়ন্ত্রন নেই, বাজার নিয়ন্ত্রনের জন্য কোন কমিটিও কাজ করে না। চাহিদা অনুযায়ী বাজারে খাদ্যদ্রব্য সরবারহ নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, সরকারকে খাদ্যের নিরাপত্তা দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী খাদ্য অধিকার আইনি বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার বাস্তবায়ন করতে হবে। খাদ্য অধিকার আইন দ্রুত প্রনয়ন করার জন্য বক্তারা দাবী জানান।