আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খাদুন-দক্ষিণ রূপসীতে যুবলীগ নেতার ঈদ উপহার বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর নির্দেশনায় করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ৬শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন। বৃহস্পতিবার ( ২১ মে ) তারাব পৌরসভার খাদুন ,দক্ষিণ রূপসী, কাজীপাড়া এলাকায় তিনি  ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।  এসময় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হামিদুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে  মৈইকুলী এলাকায় ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে  ঈদ সামগ্রী বিতরণ করেছেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।

প্রসঙ্গত করোনাভাইরাসে বিপর্যস্ত রূপগঞ্জ । থেকে গেছে অর্থনীতির চাকা। বাড়ছে খাদ্য সংকট। শেষ খবর পাওয়া পর্যন্ত রূপগঞ্জে ১৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে ৩ জন। তারাব পৌর এলাকা রূপগঞ্জে করোনার হটজোন। সেখানে যুবলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।