আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

 কয়লাঘাটে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে মাহফুজ (১৯) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর কয়লাঘাট ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নিয়ে গেলে শনিবার ১২ মার্চ সকালে মাহফুজের মৃতু’র খবর জানতে পারে স্বজনরা। তার পিতা হারুন অর রশিদ মল্লিক। সে খানপুর বউ বাজার এলাকার মাকসুদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। নিহত মাহফুজ ৩ বোনের মধ্যে একমাত্র ভাই ছিল। তার শোকে আহাজারীতে ভেঙ্গে পড়েছে বোন ও স্বজনরা। এ ঘটনায় ৩ জনকে আটক রেখে জিজ্ঞাসবাদ করছে পুলিশ।

পরিবার ও আটকদের দেয়া তথ্যের বরাত দিয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. শাহজাহান জানায়, প্রতিপক্ষের উপর প্রতিশোধের দ্বন্দ্বে এটা হতে পারে ধারনা করছি। আমরা নিহতের পরিবার ও বন্ধুদের জিজ্ঞাসা করছি। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।

সর্বশেষ সংবাদ