আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কড়ইতলা তুলা ব্যবসায়ীর টাকা ছিনতাই

সংবাদচর্চা রিপোর্ট:

বন্দর থানার রামনগর কড়ইতলা এলাকায়  পূর্ব শত্রুতার জের ধরে তুলা ব্যবসায়ী আব্দুল মতিনকে (৫০) বেদম পিটিয়ে ২লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ১৩ মে সোমবার বেলা ১২টায়  এ ঘটনাটি ঘটে। পথচারীরা আহত তুলা ব্যবসায়ীকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

এ ব্যাপারে আহত ব্যবসায়ী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে আহত তুলা ব্যবসায়ী ছেলে রাসেল জানান, তারা বাবা আব্দুল মতিন মিয়া এক্সিম ব্যাংক থেকে টাকা উত্তেলন করে বাড়ী ফিরছিল। ওই সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ একই এলাকার করিম মুন্সি সন্ত্রাসী ৩ ছেলে ইছাক, রশিদ ও জহিরুল ক্ষিপ্ত হয়ে আমার পিতাকে বেদম পিটিয়ে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।