আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্ষনিকের মুক্তির পর ফের আটক খোরশেদ

ফের আটক খোরশেদ

ফের আটক খোরশেদ

 

নিজস্ব প্রতিবেদক:
উচ্চ আদালতের জামিনের আদেশ বুধবার নারায়ণগঞ্জ কারাগারে পৌঁছালে কারাগার থেকে বের হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। পরে কারাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ গ্রেপ্তার হওয়ার পর থেকে প্রায় দুই মাস পাঁচ দিন কারাভোগ শেষে জামিনে মুক্তি পান খোরশেদ।
খোরশেদ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা নিয়ে গণসংযোগ করে আসছিলেন এবং তিনি সিটি কর্পোরেশেনের টানা দুবার নির্বাচিত কাউন্সিলর। এর আগে পৌরসভা থাকাকালীন সময়েও তিনি একই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।
কাউন্সিলর খোরশেদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট বোরহান উদ্দিন সরকার জানান, মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিনের আদেশ বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পৌঁছে। পরে নারাণগঞ্জ সদর মডেল থানার ২০১৭ সালের ৯ সেপ্টেম্বরের একটি মামলায় তাকে কারাগারের সামনে থেকে গ্রেপ্তার দেখানো হয়। তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী রোববার মামলার রিমান্ড শুনানী অনুষ্ঠিত হবে।
জানাগেছে, গত ১৯ মার্চ দুপুরে শহরের মাসদাইর এলাকায় আদর্শ স্কুলে নির্বাচন কমিশনের অধীনে ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরণ অনুষ্ঠান থেকে আটক করে পুলিশ। এর পর সদর মডেল থানার একটি ও ফতুল্লা মডেল থানার আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওইসব মামলায় তাকে কয়েক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।