আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্রেতা সেজে ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্রেতা সেজে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১’শ ৩৩ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জনি নামে একজন পালিয়ে যায়। আটককৃতরা হলো মো: সাগর (২৭), মো: রহাদ (২৪), মো: রাব্বি (৩০), মুশফিকুর রহমান জনি (৩০)। এঘটনায় ৫ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবার ক্রেতা সেজে মাদক ব্যবসায়ী সাগরকে ফোন করা হলে সে প্রথমে ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকি বাজার রোলিং মিলের সামনে যেতে বলে। সেখানে গেলে তার এক সহযোগী রাহাত আমার সাথে দেখা করে। পরবর্তীতে সে তার অবস্থান পরিবর্তন করে অন্য একটি স্থানের ঠিকানা দেয়। আমি রাহাতের সাথে লাকি বাজার রোলিং মিলের পাশের একটি গলিতে যাই। সেখানে প্রায় আধাঘন্টা অপেক্ষা করার পর সাগর আমাকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নং ওয়ার্ড এনায়েতনগরের ইব্রাহিম প্রিন্টের সামনে যেতে বলে। পরবর্তীতে আমি সেখানে গিয়ে ইয়াবাসহ ৪ জনকে আটক করি। এসময় ভাতিজা জনি কৌশলে পালিয়ে যায়। সাগর ফতুল্লা থানার একটি হত্যা ও দুটি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী।

সর্বশেষ সংবাদ