আজ শুক্রবার, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যাসিনো ইস্যুতে সক্রিয় এসএম আকরাম

সংবাদচর্চা রিপোর্ট:

ক্যাসিনো ইস্যুতে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনের এমপি প্রার্থী নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম। সোমবার (৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  তাকে দেখা গেছে। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর এসএম আকরামকে দীর্ঘ দিন রাজনীতির মাঠে দেখা যায় নি। তার রাজনীতিতে প্রত্যাবর্তনে বিপদে পড়বেন নারায়ণগঞ্জের মাফিয়া চক্র। সোমবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সদ্য বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের গ্রেফতারের মধ্যে জাদু আছে, এই জাদুর চাবিকাঠি সরকারের কাছে বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেছেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে পাওয়া যাচ্ছিল না। প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে দেশে ফেরার দিনই হঠাৎ গ্রেফতারের নাটক। সরকার একটা ঘটনা ধামাচাপা দেয়ার জন্য অন্য একটি ঘটনার জন্ম দিচ্ছেন। শাক দিয়ে সরকার মাছ ঢাকার যে চেষ্টা করছে, তা কখনই সফল হবে না।

শুদ্ধি অভিযানের সমালোচনা করে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, অভিযানের নামে যা হচ্ছে তা আইওয়াশ। চলমান শুদ্ধি অভিযানে মূল দুর্নীতিবাজদের বাদ দিয়ে যাদের গ্রেফতার করা হচ্ছে তারা চুনোপুটি।

তিনি বলেন, এই চুনোপুটিরদের সর্দারকে গ্রেফতারে সরকারের অবিশ্বাস্য গড়িমসি দেখলাম। ক্যাসিনোকাণ্ডে এই অপরাধীকে ধরতে সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষায় থাকতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

এর মাধ্যমে এটা প্রমাণিত হয়, দেশের আইন ও বিচার কতটা দেউলিয়া, কতটুকু সরকারি দলের আজ্ঞাবহ। অবশেষে তাকে গ্রেফতার করা হলো, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের উপদেষ্টা  ডা. জাহিদুর রহমান, সমন্বয়কারী শহিদুল্লা কায়সার, কার্যনির্বাহী সদস্য মমিনুল হক, আনিসুর রহমান, আতিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য চলমান ক্যাসিনো অভিযানে নারায়ণগঞ্জের দুই জনকে আটক করেছে র‌্যাব।তার মধ্যে রয়েছে টেন্ডার সম্রাট জিকে শামীম। তার বাসা থেকে মদ অস্ত্র সহ টাকা উদ্ধার করা হয়েছে। আরেক  জন অনলান ক্যাসিনোর প্রধান রূপগঞ্জের সেলিম প্রধান। তার বাসা থেকে হরিনের চামড়া মদ টাকা উদ্ধার করছে র‌্যাব। তারা দুই জন এখন কারাগারে বিচারের মুখোমুখি।