আজ বৃহস্পতিবার, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোরবানি ঈদেও সক্রিয় টিম খোরশেদ

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জে করোনা দুর্যোগ মোকাবেলার জন্য গঠিত স্বেচ্ছাসেবক দল টিম খোরশেদ টানা ৪ মাসের অধিক সময় ধরে নারায়ণগঞ্জে সেবা দিয়ে যাচ্ছেন। জেলা জুড়ে করোনা সংক্রমন কমে এলেও স্বেচ্ছাসেবামূলক কাজ থামিয়ে রাখবেন না বলে জানিয়েছে টিম খোরশেদ। ফলে আসন্ন ঈদ উল আযহায় সেবা প্রাপ্তি নিয়ে চিন্তা করতে হবেনা গ্রহীতাদের।

টিমের লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, ঈদের দিন এবং ঈদ পরবর্তী সরকারি বন্ধেও দাফন, সৎকার, অক্সিজেন সাপোর্ট, প্লাজমা ব্যাংক, টেলিমেডিসিন, করোনা রোগীদের হাসপাতালে আনা নেয়া কার্যক্রম অব্যহত থাকবে।

শুধু তাই নয়, টাইম টু গিভ এর সহযোগীতায় কোরবানী পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার জন্য সকল কোরবানী দাতাদের ঘরে ঘরে গার্বেজ পলি ও ব্লিচিং পাউডার পৌঁছে দিবে টিম খোরশেদ। এতে করে গরুর নাড়িভুঁড়ি, গোবর, রক্তমাখা মাদুলি সহ প্রায় ২০ কেজি বর্জ্য রাখা যাবে গার্বেজ পলিতে। এতে করে বাড়ির আশেপাশের সহ পুরো শহরের পরিবেশ সুন্দর রাখা সম্ভব হবে।