আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোভিড টিকার দ্বিতীয় ডোজ নিলেন ডিসি

সংবাদ বিজ্ঞপ্তি: কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার ( ৮ এপ্রিল) গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

টিকা গ্রহণের পর জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ যারা  কোভিড-১৯   ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেননি  তাদের রেজিস্ট্রেশনপূর্বক  কোভিড-১৯ ভ্যাকসিন নিতে আহবান জানান। এছাড়া  যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদের নির্দিষ্ট সময়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি গ্রহণ করার আহবান জানান।

জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ জেলায় আজ ১১৪ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন। বিদ্যমান পরিস্থিতিতে জেলা প্রশাসক মহোদয় সকলকে বাধ্যতামূলকভাবে মাক্স পরিধানসহ যাবতীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করার নির্দেশনা দেন।

এসময় তিনি ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখার বিষয়ে উপস্থিত সকলকে পরামর্শ দেন।

সর্বশেষ সংবাদ