আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুতুবপুরে মধ্যযুগীয় নির্যাতনে ২ জন রিমান্ডে

ফতুল্লা থানার কুতুবপুরে দুই যুবককে মধ্যযুগীয় নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দুজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) সকালের দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ১ দিন করে মঞ্জুর করেন বিচারক।

রিমান্ডে নেয়া দুজন হলেন, কুতুবপুর শাহী মহল্লা এলাকার আব্দুল কাদেরের ছেলে রবিন এবং একই এলাকার শফিকুর রহমানের চেলে ইউনুছ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ অধিকতর তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ১ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

১০ জানুয়ারি দিবাগত রাতে কুতুবপুরের শাহীমহল্লা মুসলিমপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এদিন বিকেলে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদারের অফিসে নির্যাতনের শিকার নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে আলাউদ্দিন হাওলাদারসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।