আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কুট্টি মেম্বার নিহত

সংবাদচর্চা রিপোর্ট:
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ( ৭,৮,৯ নং ওয়ার্ড) মহিলা মেম্বর ও আওয়ামী লীগ নেত্রী বিউটি আক্তার কুট্টি নিহত হয়েছে।গতকাল বুধবার (২৬ জুন) সকালে রূপগঞ্জ উপজেলার পশ্চিমগাঁও এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। নিহত বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় বিউটি আক্তার কুট্টি চনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাটতে বের হয়। বুধবার ভোর ৬টার দিকে বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকায় পৌছাঁলে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা কুট্টির লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ ২ টি ধারালো চাপাতি উদ্ধার করেছে।

এদিকে ঘটনা স্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মন্ত্রী কুট্টির হত্যা কান্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। যারা এ হত্যা কান্ডের সাথে জড়িত তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দাবি করেছেন তিনি।

এছাড়া ঘটনা স্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ডিবি পুলিশ।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যারা এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে তারা কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। যত দ্রুত সম্ভব বিউটি আক্তার কুট্টির প্রকৃত হত্যাকারীদের খুজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ জানিয়েছেন, বিউটি আক্তার কুট্টির হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। ইতো মধ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ডিবির একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে । ঐ এলাকার সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। যত দ্রুত সম্ভব এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারে নি।
প্রসঙ্গত গত বছরের ২৯ অক্টোবর রাতে রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে বিউটি আক্তারের স্বামী হাসান মহুরি প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে তাঁকে রাজধানীর ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় বিউটি বাদী হয়ে হত্যা মামলা করেছিলেন। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসায়ী এবং হাসান মহুরীর খুনিরা কুট্টি মেম্বার কে হত্যা করেছে। জানা গেছে নিহত বিউটি আক্তার কুট্টির দাফন আজ বাদ যোহর হওয়ার কথা রয়েছে।