বন্দর প্রতিনিধি:
১৭ মামলার আসামী সাজ্জাদ হোসেন সাজু (৩০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ১ শ’ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। শুক্রবার রাতে বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃত মাদক স¤্রাট সাজ্জাদ ওরফে সাজু বন্দর থানার দড়িসোনাকান্দা এলাকার আমির হোসেন মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, চিহিৃত মাদক স¤্রাট সাজুর বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। সে র্দীঘ দিন ধরে আত্মগোপনে থেকে ২০ নং ওয়ার্ডের বেপারীপাড়াসহ তার আশেপাশের এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বেপারীপাড়া স্কুলের সামনে থেকে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মাদক মামলায় শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।