আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুকুরের পাহারায় হোম ওয়ার্ক!

অনলাইন রিপোর্ট:

অধিকাংশ শিশুই স্কুলের দেওয়া হোম ওয়ার্ক করতে চায় না। কিংবা করলেও তা পুরোপুরি শেষ করে না।এ নিয়ে বাবা-মায়েদের অভিযোগের শেষ নেই। সন্তান যাতে নিয়মিত হোম ওয়ার্ক করে এজন্য অদ্ভুত এক কাণ্ড করেছেন এক বাবা। মেয়ের হোম ওয়ার্কের সময় পোষা কুকুরকে পাহারায় রেখে হয়েছেন আলোচিত।

ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিন-পশ্চিমাঞ্চলের গুইঝাউ প্রদেশে।জানা গেছে, মেয়ে ঠিক মতো হোম ওয়ার্ক না করায় জু লিয়াং নামের এক ব্যক্তি তার পোষা কুকুর ফ্যানটুয়ানকে বিশেষ প্রশিক্ষণ দেন। লিয়াং এমনভাবে কুকুরটিকে প্রশিক্ষণ দেন যাতে মেয়ে যতক্ষণ হোমওয়ার্ক করবে ফ্যানটুয়ান ঠিক ততক্ষণ দুই পা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। একই সঙ্গে হোমওয়ার্ক রেখে মেয়ে যাতে তার ফোন নিয়ে ব্যস্ত না হয়ে পড়ে সেদিকেও খেয়াল রাখার দায়িত্ব দেওয়া হয়েছে কুকুরটিকে।

অবশ্য বাবার এমন উদ্যোগে মজাই পেয়েছে সিনয়া নামের দুষ্টু মেয়েটি। সে জানায়, এখন হোমওয়ার্ক করার সময় তার আর একঘেয়ে লাগে না। বরং কুকুরটি পাহারায় থাকায় তার মনে হয় সহপাঠীরা তাকে ঘিরে আছে। সূত্র : এনডিটিভি